ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট মূলত হচ্ছে একটি বই যেটি লেখা হয়েছে একটি অচেনা ভাষায়। কেউই জানে না কে এই বইটি লিখেছে। এই বইটিকে কার্বন ডেট করে জানা গিয়েছে যে এটি ১৫ শতকের দিকে লেখা একটি বই এবং এটি হয়ত দক্ষিণ্যাত্যের কোন অঞ্চল থেকে এসেছে। সে যাই হোক, কিন্তু কেউ এখনো জানে না বইটির লেখার উদ্দেশ্য কি কিংবা এই বইটির কোন ভাষায় লেখা হয়েছে।
উইলফ্রিড ভয়নিক নামক একজনের নামে বইটির নামকরণ করা হয়েছে। ১৯১২ সালে এটি তার গোচরে আসে। বইটির তখন ২৪০টি পৃষ্ঠা অবশিষ্ট ছিল। বইটি লিখা হয়েছে বাঁ থেকে ডানদিকে এবং সমগ্র বইতে দুর্বোধ্য সব ছবি এবং ডায়াগ্রামে পরিপূর্ণ।
ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট ক্রিপ্টোগ্রাফার এবং বিশেষজ্ঞ, দুই ধরণের মানুষ ভয়নিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন কিন্তু তারা কেউই এই স্ক্রিপ্টের মূল বিষয় ধরতে পারেন নি। তাই ভয়নিক স্ক্রিপ্ট নানাভাবে উঠে এসেছে মানুষের আগ্রহে, ছবিতে এবং নানা গল্পে।