
নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কা আল-মুকাররমায় যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার একজনসহ গত কয়েক দিনে এসব হাজির মৃত্যু হয়েছে। মক্কার আইটি হেল্প ডেস্কের বরাত দিয়ে চলতি বছরের বিশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন সাতজন হজযাত্রী। এদের সবাই পুরুষ। সর্বশেষ সোমবার গাইবান্ধা জেলার মো. ফুলমিয়া মণ্ডল (৬৩) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম০৪৯১৬৫৭।
৬ আগস্ট মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাদশা হোসেন (৭৪)। তার পাসপোর্ট নম্বর- বিএম০৮৬৫৯০৯। ৫ আগস্ট ইন্তেকাল করেন নাটোর জেলার মো. জাহাঙ্গীর কামাল (৬৬)। তার পাসপোর্ট নম্বর- বিকে০৩৯৩৬৩৯। ২ আগস্ট ইন্তেকাল করেন রাজবাড়ী জেলার মো. আব্দুল রাজ্জাক (৭৫)। তার পাসপোর্ট নম্বর- বিএন০৬০৭০২৬। বরিশাল জেলার মো. ফরিদ উদ্দীন (৬১) গত ১ আগস্ট মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। গত ২৮ জুলাই ইন্তেকাল করেন নেত্রকোনা জেলার খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪)। তার পাসপোর্ট নম্বর- বিএম০৯২৩২৫৩। বাকি একজনের পরিচয় জানানো হয়নি হজ বুলেটিনে।
এদিকে প্রাথমিক তথ্য মতে, ৭ আগস্ট পর্যন্ত হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৪৬ হাজার ৭৪৬ জন সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) গিয়েছেন ৩ হাজার ৩৩৮ হজযাত্রী। ৪৩ হাজার ৪০৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান বাংলাদেশে জেদ্দা যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে।