নিজস্ব প্রতিবেদক : মগবাজার ফ্লাইওভারে আসামি নিয়ে একটি প্রিজনভ্যান উল্টে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মোড় নেওয়ার সময় ভ্যানটি উল্টে গেছে। শুক্রবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল ভ্যানটি। বেলা পৌনে ১১টার দিকে তেজগাঁও সাতরাস্তার কাছাকাছি ফ্লাইওভারে পৌঁছালে প্রিজনভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।