
রাজধানীর মতিঝিলে অমিত শেখ (২২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে মতিঝিল থানার পানির পাম্পের গলি এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অমিত শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জাহিদ শেখের সন্তান।
নিহতের মামা রেজাউল মিয়া জানান, রাতে নুর প্রিন্টার্সে চার শ্রমিক ঘুমিয়ে ছিল। ছাপাখানার উপরের পাটাতনে তিন শ্রমিক থাকে। অমিত শেখ থাকতো নিচে। সকালে ঘুম থেকে উঠে তারা তাকে দরজার সঙ্গে কালো সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।