মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নতুন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নতুন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে সেখানে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নতুন ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগে আগুন লেগেছে।