মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত:দুই প্রভাষক সহ ৭ এইচ.এস.সি পরীক্ষার্থী আহত

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় কালবৈশাখী ঝড়ে মনপুরা ডিগ্রী কলেজের ছাত্রাবাস সহ শ্রেণীকক্ষ (সদ্য জাতীয়করণকৃত) ও উত্তর চরফৈজুদ্দিন বহুমুখী ইসলামিয়া মাদ্রাসার কিতাবখানা সম্পূর্নরুপে বিধ্বস্ত হয়। অপর দিকে মনপুরা ডিগ্রী কলেজের ছাত্রবাসে থাকা দুই প্রভাষক সহ ৭ এইচ.এস.সি পরীক্ষার্থী আহত হয়। এছাড়াও স্ব-নির্ভর বাংলাদেশের পুরাতন টিনশেডের অফিস, হাজিরহাট ইউনিয়নের তিনটি কাঁচা বাড়ি ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানও কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়।
আহত শিক্ষক ও এইচ.এস.সি পরীক্ষার্থীরা হলেন, রসায়ন বিভাগের প্রভাষক প্রবীর কুমার মুর্খাজী, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক বিপ্লব। এইচ.এস.সি পরীক্ষার্থী সোহাগ, হৃদয়, কানু, শিপন, বাশার, মিঠুন, রুবেল ও পার্থ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার রাত ১১ টায় ঘন্টাব্যাপি কালবৈশাখী ঝড়ে এই ঘটনা ঘটে।

মনপুরা ডিগ্রী কলেজের (সদ্য জাতীয়করন) অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, কালবৈশাখী ঝড়ে ছাত্রাবাস সহ শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়। এতে দুই শিক্ষক ও এইচ.এস.সি পরীক্ষার্থীরা খাটের নিচে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেলেও তারা আহত হয়।