মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলী চরের পুকুর থেকে ৫-৬ বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়ে শিশুর লাশের পরিচয় মেলেনি।
সোমবার সকাল ১১ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরের কবির বাজারের পূর্বপাশে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়ার ঘটনা সত্যতা স্বীকার করে কলাতলী ফাঁড়ি পুলিশের এস.আই আবুল হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ কবির বাজারের পূর্বপাশে পুকুর থেকে ৫-৬ বছরের মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। তবে পুকুরের সাথে খালের সংযোগ আছে। ধারনা করা হচ্ছে লাশটি নদীতে ভেসে পুকুরে এসেছে। লাশটির সুরতহাল শেষে ভোলা মর্গে প্রেরন করা হবে।