মনসুরাবাদ এলাকায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় মিজানুর রহমান (৪২) নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানার পুলিশ মনসুরাবাদ রেলওয়ে ওভারব্রিজের কাছের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। মিজানুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা করা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’