মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ‘ইন্ধনে’ সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ‘ইন্ধনে’ সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘পিলখানায় শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে’ বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পরিবহন ধর্মঘটের সঙ্গে পেছনে যিনি মদদ যোগাচ্ছেন, তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আজকে এভাবে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মাধ্যমে গোটা দেশকে ধ্বংস করা হয়েছে।’

সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য তিনি।

বিডিআর বিদ্রোহের নিহতদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘আমাদের গর্বিত সেনাবাহিনী তা প্রতিহত করলেও তাদের ওপর যে আঘাত এসেছে, সেদিন তাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আমরা মনে করি, এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী।’

ভবিষ্যতে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এর কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অনৈতিক ও অযৌক্তিক।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আজকে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। উদ্দেশ্য একটাই একদলীয় শাসন কায়েম করবে। বিচারের নামে সরকার মিথ্যা মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাকে প্রতি সপ্তাহে কখনো একবার, কখনো দুবার আদালতে যেতে হচ্ছে। তারা খালেদা জিয়াসহ বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়।’

নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি আগামী নির্বাচন চায় বলে এ সময় জানান মির্জা ফখরুল।

প্রাক্তন সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেছেন বিএনপির সহপ্রচার সম্পাদক আলিমুল ইসলাম খান আলিম।