মন্দিরে হামলা : আহাদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আহাদকে চারদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে তোলার পর শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন গ্রেপ্তার শেখ আব্দুল আহাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে চারদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় উসকানিদাতা এবং হামলায় জড়িত থাকার অভিযোগে শেখ আব্দুল আহাদকে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ঘোষপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।