বিনোদন ডেস্ক : সংগীত প্রযোজক ড. লুকের সঙ্গে গায়িকা কেশার বিবাদের কথা সকলের জানা।
‘উই আর হু উই আর’ খ্যাত মার্কিন এ পপ তারকা তার প্রযোজকের বিরুদ্ধে মানসিক এবং যৌন হয়রানির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন।
এবার কেশা জানালেন, ড. লুকের সঙ্গে কাজ করতে গিয়ে তাকে অনেক চাপে থাকতে হতো। এমনকি না খেয়েও থাকতে হয়েছে তাকে।
কেশা ১৮ বছর বয়সে লুকের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ‘টিক টক’ খ্যাত এ গায়িকা দাবি করেছেন, ৪৩ বছর বয়সি সংগীত প্রযোজক ড. লুকের সঙ্গে যখন তিনি কাজ করতেন তখন নিজেকে চিকন রাখার জন্য তাকে চাপ দেওয়া হতো। আর এটি করতে গিয়ে মরতে বসেছিলেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইউএস ম্যাগাজিন।
এ প্রসঙ্গে কেশা বলেন, ‘আমাকে না খেয়ে থাকার জন্য অনেক চাপ দেওয়া হতো। আমি অনেক চেষ্টা করেছি এবং তা করতে গিয়ে মরতে বসেছিলাম।’
২৯ বছর বয়সি এ গায়িকা জানান, ড. লুকের সঙ্গে তার বিবাদের শুরু হয় যখন এ প্রযোজক তাকে কিছু গান গাইতে বলেছিলেন যা তার কাছে আপত্তিকর মনে হয়েছিল।
‘আমি তাকে বলেছিলাম, আমি গাইবো না। আমি ওই শব্দগুলো উচ্চারণ করব না। তারপরই এ নিয়ে বাকবিতণ্ডার শুরু হয়।’, বলেন কেশা।
বর্তমানে নতুন একটি গানের কাজ করছেন কেশা। খুব শিগগিরই সেটি মুক্তি পাবে।