আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেকে মসজিদে গুলি চালানোর ঘটনাকে ‘মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রোববার এশার নামাজ আদায়ের সময় মুসল্লিদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। কানাডা ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) অনলাইন সংস্করণের সবশেষ খবরে বলা হয়েছে, এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ট্রুডো বলেছেন, ‘প্রার্থনালয় ও আশ্রয়ণকেন্দ্রে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি আমরা।’
কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে স্থানীয় সময় রোববার রাতে নামাজরত প্রায় ৪০ জন মুসল্লির ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। মসজিদ পরিচালনা কমিটির প্রেসিডেন্ট পাঁচজনের নিহত হওয়ার তথ্য জানান। পরে কিউবেক সিটি পুলিশ ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এশার নামাজ আদায়ের সময় তিন অস্ত্রধারী মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালায়। মসজিদ পরিচালনা কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে যা হচ্ছে, তা বর্বরতা।’
কুইবেক পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করার কথা জানালেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। তবে কিছু সময় পর এক টুইটে পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং মসজিদ থেকে নামাজিদের উদ্ধার করা হয়েছে।