আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি বাহিনী দাবি করেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মুসল কমান্ডারকে হত্যা করেছে তারা।
মসুলের ওল্ড সিটির আইএস কমান্ডার আবু আবদুল রহমান আল-আনসারি বাব-আল-তব জেলা দখলের লড়াইয়ের সময় নিহত হন।
ইরাকে আইএসের সবশেষ শক্তিশালী ঘাঁটি মসুল থেকে তাদের বিতাড়িত করে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্যে ব্যাপক অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। টাইগ্রিস নদীর ওপর নির্মিত একটি সেতুর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তারা।
এরই মধ্যে মসুল থেকে আইএসের অনেক নেতা বিতাড়িত হয়েছেন। এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরের পুনর্দখল নিতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।
টাইগ্রিস নদীর ওপর নির্মিত আয়রন ব্রিজ দিয়ে মসুলের পূর্ব ও পশ্চিমাঞ্চল যুক্ত। ইরাকের সুসজ্জিত বাহিনীর সামনে এই সেতু দিয়ে অগ্রসর হতে পারছে না আইএসের জঙ্গিরা। সাঁজোয়াযান নিয়ে সেতুসংলগ্ন আইএসের গোপন আস্তানাগুলোতে হামলা চালানো হচ্ছে।
টাইগ্রিসের ওপর পাঁচটি সেতু দিয়ে মসুল শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইএসের তা-ব ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সবগুলো সেতুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আয়রন ব্রিজসহ তিনটি সেতুর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী।
গত বছর অক্টোবর মাস থেকে মসুল পুনর্দলের লড়াই শুরু করে ইরাকি বাহিনী। সেই থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তবে জাতিসংঘের ভাষ্য, এ শহরে দুই পক্ষের যুদ্ধের মধ্যে আটকা পড়েছে প্রায় ৬ লাখ মানুষ।
২০১৪ সালে মসুল দখল করে আইএস। সেই থেকে এ শহরে জুলুমের শাসন প্রতিষ্ঠা করে এই জঙ্গিগোষ্ঠী।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।