মহাজগতের বহু অংশই আজও মানুষের অজানা

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, এ নিয়ে বিস্তর জল্পনা চলে আসছে দীর্ঘদিন ধরে। পৃথিবীর বহু মহাকাশ গবেষণা সংস্থাও এর উপর একটানা গবেষণা চালিয়ে আসছে। তবে সব প্রশ্নের উত্তর মেলে না। এই মহাজগতের বহু অংশই আজও মানুষের অজানা। সেই কোণাগুলোয় এখনও পৌঁছাতে পারেনি বিজ্ঞান। অনেকে মনে করেন, আমাদের মতো আরও সাতটি সৌরজগৎ রয়েছে। কিন্তু এই ধারণার কোনও প্রমাণ মেলেনি এখনও।

তবে এবার, সবাইকে টেক্কা দিয়ে এক যুগান্তকারী উদ্যোগ নিল চিন। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রেডিও টেলিস্কোপটি বানিয়ে ফেলেছে তারা। গত পাঁচ বছর ধরে ধীরে ধীরে গড়ে তোলা চিনের প্রকাণ্ড রেডিও টেলিস্কোপ ‘ফাস্ট’ রবিবার থেকেই শুরু করল বিশ্বের বাইরে প্রাণের সন্ধান৷

১৮ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পটির (ভারতীয় মূদ্রায় ১২০০ কোটি ৮৪ লক্ষ ৭৫ হাজার টাকা) কম করে ১৭ বছর আগে প্রস্তাব করেছিলেন চিনের মহাকাশচারীরা৷ কিন্তু তা বাস্তবায়িত করার কাজ শুরু হয় পাঁচ বছর আগে ২০১১ সালে৷

৫০০ মিটার ব্যাসের রন্ধ্রপথ বিশিষ্ট ওই দূরবীক্ষণ যন্ত্রটি অসীম শক্তিশালী এবং অতি সংবেদনশীল৷ আর এই বৈশিষ্ট্যের জন্যই ব্রহ্মাণ্ডের ক্ষীণতম সঙ্কেতকেও এই টেলিস্কোপ চিহ্নিত করতে পারবে বলে জানিয়েছেন চিনের মহাকাশ বিজ্ঞানীরা৷ তাঁরা বলছেন, পৃথিবীর বাইরে বিশ্বব্রহ্মাণ্ডের অন্যত্র প্রাণের অস্তিত্ব নিয়ে এতদিন যা গবেষণা হয়েছে তাতে বিশাল পরিবর্তন আনতে চলেছে ফাস্ট রেডিও টেলিস্কোপ৷

 

চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স-এর অধীনস্থ ন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল অবজার্ভেশনের উপপ্রধান জেং জিয়াওনিয়ান জানান, মহাকাশ সম্পর্কে এমন সব অবাক করা আর অজানা তথ্য বিশ্বের সামনে নিয়ে আসবে এই দূরবীন যা এতদিন সবার কাছে অজানা ছিল৷

রবিবার চিনের গুইঝো প্রদেশের পিংটাং কাউন্টির পাহাড় ঘেরা বিশাল এলাকা কার্স্ট-এ টেলিস্কোপটির উদ্বোধনে হাজির হয়েছিলেন অসংখ্য মহাকাশচারী, বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞান উৎসাহীরা৷