মহিন্দ্র বন্ধের প্রতিবাদে মুন্সীগঞ্জ-বালুরচর সড়ক অবরোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্যালো মেশিন চালিত ভ্যান (মহিন্দ্র) বন্ধের প্রতিবাদে মুন্সীগঞ্জ-বালুরচর সড়ক অবরোধ করেছে মহিন্দ্র মালিক ও চালকরা।

বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর চৌরাস্তায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে সিরাজদিখান থানা পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।

মহিন্দ্র মালিক মো. ফারুক বলেন, সিরাজদিখান উপজেলায় তিন শতাধিক মহিন্দ্র রয়েছে। মহিন্দ্র থেকে আয়ের টাকায় তাদের সংসার চলে। প্রতিটি মহিন্দ্র ঋণ নিয়ে কিনতে হয়েছে। প্রতি সপ্তাহে কিস্তিতে ঋণের টাকা শোধ করতে হয়।

গত শুক্রবার সিরাজদিখান উপজেলা প্রশাসন সেখানে মহিন্দ্র চলাচল বন্ধ করে দেয়। এতে বেকার হয়ে পড়েছে মহিন্দ্র চালকরা।

এ বিষয়ে সিরাজদিখান থানার এসআই পরিমল বলেন, সড়কে ক্ষতিকারক মহিন্দ্র বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তার প্রতিবাদের মালিক ও চালকরা সড়ক অবরোধ করে। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করেছে।