
শেখ সেলিম-সাতক্ষীরা জেলা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ৯নং হেলাতলা ইউনিয়নের বাসিন্দা মোঃ খাইরুল ইসলামের উপর মহিবুল্লাহ’র নেতৃত্বে একদল লাঠিয়াল এবং দেশীয় অস্ত্র সস্ত্র হাতে সজ্জিত বাহিনী সন্ত্রাসী হামলা চালায়।
৩০শে আগস্ট সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া থানার অন্তর্গত ৯নং হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা সরদার পাড়া গ্রামের মহিবুল্লাহ , জুয়েল, শহিদুল, রেজাউল, ইকবাল,সবজান পূর্ব শত্রুতার জের ধরে এবং খায়রুল ইসলামের বসতবাড়ির জমি দখল পূর্বক তার বাড়ির মাঝখান দিয়ে পল্লী বিদ্যুৎ এর খুটি বসাতে গেলে খাইরুল ইসলাম বাঁধা দেওয়ায় তারা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গুরুতরভাবে যখম করে ।
ইতোপূর্বে উক্ত সন্ত্রাসী গোষ্ঠী খায়রুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের উপর অন্যায়ভাবে মারধর পূর্বক বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন,যেগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে উক্ত সন্ত্রাসী গোষ্ঠীর মিথ্যা অভিযোগের ভিত্তিতে কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার খাইরুল ইসলামের বসত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি সংযোগের কথা বললে জীএম মহোদয় বলেন -আপনারা ইউএনও মহোদয়ের কাছে যান , উনি সংযোগ দিতে বললে আমাদের সংযোগ দিতে কোন বাঁধা নাই।
পরবর্তীতে তৎকালীন ইউএনও মহোদয় মৌসুমী জেরীন কান্তা’র সঠিক পর্যবেক্ষণের ফলে খাইরুল ইসলামের রুট বাতিল সহ পুরোনো সংযোগের আবেদনের প্রেক্ষিতে তিনি তার বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ ফিরে পান। খাইরুল ইসলাম রুট বাতিল সহ পুরোনো সংযোগের আবেদনের বিষয়টি সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ অফিসে এবং কলারোয়া সাব জোনাল অফিসে জমা দেন। মহিবুল্লাহ, জুয়েল বিষয়টি অমান্য করিয়া বিভিন্ন সময়ে লোকজন নিয়ে খাইরুল ইসলামের বসত বাড়িতে গিয়ে হুমকি ধামকি প্রদর্শন করেন। ইউএনও মহোদয়ের নির্দেশ অমান্য করিয়া জোর পূর্বক বিদ্যুৎতের খুঁটি নিতে চাইলে এবং হুমকি ধামকি প্রদর্শন করিলে বিষয়টি তিনি সাতক্ষীরা জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব হুমায়ুন কবির মহোদয় এবং কলারোয়া থানার বর্তমান ইউএনও মহোদয় এবং (ওসি) তদন্ত জেল্লাল হোসেনকে জানিয়ে রাখেন ।
কিন্তু হঠাৎ ৩০শে আগস্ট সোমবার সকাল ১০:৩০ মিনিটে মহিবুল্লাহ জুয়েলের নেতৃত্বে কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী পূর্ববর্তী ইউএনও মহোদয়ের নির্দেশ অমান্য করিয়া জোর পূর্বক পল্লী বিদ্যুতের খুঁটি বসাতে যায় , এসময় তিনি বাঁধা দিলে মহিবুল্লাহ জুয়েলের নেতৃত্বে উক্ত সন্ত্রাসী গোষ্ঠী তার এবং তার পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এসময় খাইরুল ইসলাম গুরুতরভাবে যখম হন। সাতক্ষীরা জেলার পল্লী বিদ্যুতের ডি,জি,এম মহোদয়কে বিষয়টি জানানো হলে তিনি বলেন যে -ইউএনও মহোদয়ের রুট বাতিল সহ পুরোনো সংযোগের আবেদনের বিষয়টি তিনি জানতেন না !
বিষয়টি সাতক্ষীরা জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব হুমায়ূন কবির মহোদয়কে অবহিত করলে তিনি ক্রাইম পেট্রোল বিডি’কে জানান যে, থানায় একটি অভিযোগ দায়ের করতে বলুন এবং বিষয়টি আমি সঠিকভাবে খতিয়ে দেখছি।