মাইলফলকের সামনে দাঁড়িয়ে আমলা

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লর্ডস টেস্ট শুরু হচ্ছে আজ থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা একাদশে থাকবেন হাশিম আমলা।

ডানহাতি এ ব্যাটসম্যান মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ১০৩ টেস্টে আমলার রান ৭৯৫২। আর মাত্র ৪৮ রান করলেই চতুর্থ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক ছুঁবেন আমলা। এর আগে এ মাইলফলক অতিক্রম করেছেন জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্স। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান করেছেন জ্যাক ক্যালিস। ১৬৫ টেস্টে তার রান ১৩২০৬। স্মিথ রান করেছেন ৯২৫৩। সাদা পোশাকে ভিলিয়ার্সের রান ৮০৭৪।

ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের রেকর্ডের মালিক হামিশ আমলা। তবে টেস্টে এমন কোনো রেকর্ড নেই আমলার দখলে। ৮ হাজার রানের দ্রুততম রেকর্ডটির ধারের কাছে নেই আমলা। কুমার সাঙ্গাকারা টেস্টে ৮ হাজার রান পেয়েছেন ১৫২ ইনিংসে। অন্যদিকে ৩৪ বছর বয়সী হাশিম আমলা এরই মধ্যে খেলে ফেলেছেন ১৭৫ ইনিংস।