মাওয়া শিমুলিয়া স্পীড বোটের অতিরিক্ত ভাড়া আদয়ের অভিযোগ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ  জেলার লৌহজং উপজেলার মাওয়া শিমুলিয়ার স্পীড বোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফরিদপুর আটরশি দরবারের খাজা বাবার উরশ উপলক্ষ দেশে দক্ষিন পূর্ব অঞ্চলের লক্ষ লক্ষ ভক্তবৃন্দুর যাতায়াতের ঢল পরছে। তারই সুযোগে স্পীড বোট মালিকসহ লঞ্চ মালিকগন অতিরিক্ত ভাড়া আদায় করছে। শনিবার সরজমিনে ঘাটে গিয়ে মিলল এর সত্যতা জনপ্রতি স্পীড ১৫০ টাকার পরিবর্তে  ৩শত টাকা ও লঞ্চ ভারা ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা ভাড়া নিচ্ছে মালিক গন। এছারাও ফেরী পারা পারেও গাড়ী প্রতি দিতে হচ্ছে ১ শত টাকা অতিরিক্ত। এতে করে সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এব্যাপারে মালিক সমিতির সভাপতির সাথে কথা বলতে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিব করেনি। কর্তৃপক্ষ বিষয়টি নজরদারি করবে বলে মনে করেন সাধারন জনগন।