মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আজ বুধবার বিকেলে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করা হয়।
এ সময় মহম্মদপুর-মাগুরা সড়কের আমিনুর রহমান কলেজের সামনের সড়কে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী গাছ ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এতে সড়কের উভয় পাশের শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন হোসেন শিক্ষার্থীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।
প্রসঙ্গত, ৪টি বিষয়ে অনার্স কোর্সসহ ¯œাতক (পাস) কোর্সে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এ কলেজে লেখাপড়া করছে। কলেজের সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ছাত্রাবাসসহ ৩টি বিশাল ভবন ও সামনে বিশাল খেলার মাঠ শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মনোরম করে তুলেছে।
এ জন্য শিক্ষার্থীরা এই কলেজ জাতীয়করণের দাবি জানিয়ে আসছে।