মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুই মাস ধরে ভাতার টাকা পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা। এতে দুর্ভোগে পড়েছেন তাদের পরিবার। এ ভাতা অনেকেরই জীবনধারণের একমাত্র অবলম্বন হওয়ায় কষ্টে দিন কাটছে দুস্থ পরিবারগুলোর।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা বরাদ্দ না আসায় তারা ভাতা দিতে পারছেন না ।
জেলা সমাজসেবা অধিদফতর সূত্র জানায়, জেলায় মোট ১৬১১ জন মুক্তিযোদ্ধা বা তার পরিবারকে ভাতা প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪৮১ জন, শ্রীপুরে ৬৩২ জন, মহম্মদপুরে ৩৮২ জন ও শালিখা উপজেলায় ১১৬ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার ভাতা পেয়ে থাকেন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পায় এসব পরিবার।
মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের জোঁকা গ্রামের বাসিন্দা মমতাজ বেগম (৫০)। তার স্বামী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন পাঁচ বছর আগে মারা গেছেন। দুই মেয়ে, এক ছেলে, ছেলের বউ ও নাতি নিয়ে তার সংসার। মমতাজ বেগম বলেন, ‘আমি, আমার ছেলে অসুস্থ। ওষুধ কিনতে হয় প্রতিদিন। আমার সংসার চলে এই ভাতার ওপর, আর কোনো আয় নেই। কিন্তু দুই মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় খুব কষ্টের মধ্যে আছি।’
দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোজাহার মোল্যা জানান, তার পাঁচ সদস্যের পরিবারের নেই আয়ের অন্য কোনো উপায়। দুই মাস ধরে ভাতা না পাওয়ায় খুব কষ্টে আছেন।
শালিখা সদরের আড়পাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ জানান, তার জানামতে শালিখাসহ মাগুরার বিভিন্ন এলাকায় অন্তত ৪০ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, যাদের সংসার চলে শুধু এই ভাতার টাকায়। তাই জরুরি ভিত্তিতে এই টাকা ছাড় করা প্রয়োজন।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শেখ মাহেনুল হক বলেন, ‘এ বছরের প্রথম তিন মাসের টাকার ছাড়পত্র দ্রুত প্রদান করা হবে।’
মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডার ও মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর আঞ্চলিক বাহিনীর সহ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী বলেন, ‘ভাতার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। টাকা মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়নি। সাধারণত তিন মাসের আগেই মন্ত্রণালয় থেকে ভাতার টাকা চলে আসে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বছরের প্রথম তিন মাসের টাকা ব্যাংকে জমা হয়। এ বছরই এর ব্যতিক্রম হতে দেখছি।’
মাগুরা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ বলেন, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বরাদ্দের টাকা না আসায় ভাতা দেওয়া সম্ভব হয়নি।’
এই ব্যাংক থেকে মোট ৪৮১ জন মুক্তিযোদ্ধা বা তার পরিবারের সদস্যদের ভাতা দেওয়া হয়।