জেলা প্রতিবেদকঃ মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যার অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে একই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রিপন হোসেন (৩০), সিপন হোসেন (২৯) ও বাবলু মোল্ল্যা (৪৫)।
নির্যাতনের শিকার গৃহবধূর বাবা মামলায় অভিযোগ করেছেন, তার মেয়ে গত ৭ মে সেহেরির সময় রান্নার কাজ করছিলেন। সেসময় এই এলাকার তাইজেল মোল্ল্যার ছেলে রিপন তাকে জোরপূবক সেখানে থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। আর এ কাজে তাকে সহযোগিতা করেন সিপন ও বাবলু।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিষ্কার বিশ্বাস বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় করা মামলায় ওই তিন অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।