মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ভায়না মোড়ের ময়লা-আবর্জনার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টায় লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা কাগজের কার্টনে মোড়ানো শিশুটির মৃতদেহ কয়েকটি কুকুরকে টানাটানি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।