মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিশ্চিন্তপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)। আহতরা হলেন একই গ্রামের আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০)।
নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফারুক রেজা জানান, একটি ধানখেতে বৃষ্টির মাঝে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় প্রচণ্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাসুদ করিম তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময় ওই গ্রামের এক বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ও ইমরান বজ্রপাতে আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।