মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের শ্রীফলতলা গ্রামে রোববার রাতে গণধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী। রাতে বাড়িতে একা পেয়ে এলাকার তিন বখাটে তার সর্বনাশ করে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে (১৩) গুরুতর অবস্থায় রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সাবুর আলী (২৩), শুকুর আলী (২২) ও মাহির (২৫) নামের তিন বখাটে ছাত্রীটির মুখ ও হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বখাটেরা তাকে মারধরও করে। গণধর্ষণের পর রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাতেই মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সদরের জগদল আসমানিয়া মহিলা মাদ্রাসায় আবাসিকে থেকে ওই ছাত্রী পড়াশোনা করে। সম্প্রতি ছুটিতে নিজ বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসে এই অঘটনের শিকার হয়। সুদর্শন কুমার রায় রাতেই মাগুরা সদর হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও ভুক্তভোগী পরিবারকে জানান।