
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৪৬তম জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে শালিখার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজমুল হক ।
ছাত্রছাত্রীদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত), হকি, টেবিল টেনিস (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার চারটি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি।
উদ্বোধানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফ এ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিন উদ্দিন।
এ ছাড়া মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।