গত জুন মাসে এনগেজমেন্ট সেরেছিলেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার।গেলো ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দেন দম্পতি। স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন তিনি।
হনিমুনে গিয়েও প্রতিদিনের শরীরচর্চা করতে ভুললেন না কাজল। রাত কাটালেন সমুদ্রের নীচে মাছেদের সাম্রাজ্যে।
মলদ্বীপের সৈকতে একান্তে সময় কাটানোর নানা মুহূর্ত ধরা পড়েছে কাজলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছন তিনি। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মলদ্বীপে তাদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নজর কেড়েছে। কখনো লাল টুকটুকে পিঠ খোলা গাউনে মোহময়ী কাজ। কখনো আবার সমুদ্রের সঙ্গে ম্যাচিং করে পরেছেন সমুদ্র নীল টু-পিস।


