মাঠের বাইরে সাকিব দুই সপ্তাহ জন্য

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান সাকিব আল হাসান। তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে এক্সরে করানো হয়। পরে আঙ্গুলে সেলাই দেওয়া হয়। হাসপাতাল থেকে সাকিব আবার মাঠে ফেরেন।

সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে প্রথম টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। পরেরটি ঢাকায় শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে।

তার ইনজুরির বিষয়ে বিসিবির জেষ্ঠ্য চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এক্সরে রিপোর্টে সব পরিস্কার। কোনো চিড় ধরা পড়েনি। তবে আঙ্গুলে সেলাই দিতে হয়েছে। এই আঙ্গুলকে পরবর্তী অ্যাসেসমেন্টের আগ পর্যন্ত নড়াচড়া করানো যাবে না। আগামী সপ্তাহে আবার অ্যাসেসমেন্ট করা হবে। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব।’