মাদকাসক্তকে পিটিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের রাজফুলবাড়ীয়ায় এরশাদুজ্জামান রুবেল নামে (২৭) এক মাদকাসক্তকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়ার ভরারীর আসলাম মিয়ার বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল কেরানীগঞ্জ থানার লংকারচড় গ্রামের সাদেক মিয়ার ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, নিহত এরশাদুজ্জামান মাদকাসক্ত ছিল। সে প্রায়ই বাড়ির মালিক ও আশপাশের ভাড়াটিয়াদের টাকার জন্য চাপ দিত। গতকাল সোমবার রাতেও একই পরিস্থিতি হলে বাড়ির মালিক ও অন্য ভাড়াটিয়ারা কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে গুরুতর আহত করে।

আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বাড়ির মালিক আসলাম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবারের সদস্যরা।