মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধে আরো ব্যাপক অভিযান আমাদের চালানো প্রয়োজন। এর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১০২তম ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর মাদকের ভয়াবহ কুফলের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের কারণে বহু পরিবার আজ শেষ হয়ে যাচ্ছে। সেদিকে (মাদক নির্মূলে) আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের এই মাটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই। কোনো মতেই যেন আমাদের দেশে কোনো রকম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক স্থান না পায়।

বঙ্গবন্ধু কন্যা বলেন, এই দেশে মানুষ শান্তিতে বসবাস করবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে- এটাই আমাদের লক্ষ্য।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম শিকদার।