মাদকের ভয়ংকর ছোবল থেকে রেহাই পাচ্ছেনা গাজীপুরের টঙ্গীর স্কুল-কলেজগামী শিক্ষার্থীরও।

টংগী থেকেঃমোঃরবিউল ইসলাম:গাজীপুর জেলার টঙ্গীতে ছোট বড় সব মিলে প্রায় ১৯টি বস্তি রয়েছে।এসব বস্তির অলিতে গলিতে সর্বত্রই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডেল, মদ, গাজা, হিরোইন, পেথেডিন ইনজেকশনসহ বিভিন্ন মাদক দ্রব্য। এসব মাদক ব্যবসায়ীরা টঙ্গী থানা এলাকাকে যেন মাদকেরহাটে পরিনত করছে। মাদকের হাট হিসেবে পরিচিত ভয়ঙ্গকর বস্তিগুলো হচ্ছে টঙ্গী বাজার এলাকার গোহাটা বস্তি, হাজী মাজার বস্তি, হোসেন মার্কেট, কফিল উদ্দিন রোড, এরশাদ নগর বাস্তুহারা বস্তি, নতুন বাজার এলাকার ব্যাংকের মাঠ বস্তি, আমতলি
এলাকার কেরানীরটেক বস্তি, রেলওয়ে বস্তি, মাছিমপুর এলাকার জিন্নাতের পিছনের বস্তি, নিশাতনগর
এলাকার পিছনের বস্তি, চুড়ি ফ্যাক্টরির বস্তি, তেতুলতলা বস্তি, সিপাই পাড়া বস্তি, নামা বাজার বস্তি,
কলাবাগান বস্তি, বেক্সিমকোর পিছনের বস্তি, টঙ্গী মেডিকেলের পিছনের বস্তি,
পরানমন্ডলের টেক কাঠালদিয়া বস্তি, আউচপাড়া এলাকার মোল্লা বাজার বালুর মাঠ বস্তি, নোয়াগাও এলাকার বাহার আলীর টেক বস্তি, নেকার বাড়ী বস্তি, বেলতলা
বস্তি, সান্ডারপাড়া বস্তি, সাতইশ এলাকার নাজিম ফ্যাশনের পিছনের বস্তি, গুটিয়া বস্তি, ইন্টান্যাশনাল
মেডিকেলের পিছনের বস্তি, খৈরতুলের ব্যাংকপাড়া বস্তিসহ নাম না জানা আরও অনেক বস্তি ও এর অলি গলি মাদকের মোকাম হিসেবে পরিচিত। আর এ মাদক দ্রব্য রিক্সা চালক থেকে শুরু করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মাদকের এই ভয়ংকর নেশায় জড়িয়ে পড়ে। মাঝে মধ্যে টঙ্গী
থানা পুলিশ অভিযান চালিয়ে ছোট ছোট দুএকটি মাদকের চালান আটক করলেও মূল হোতারা থেকে
যায় ধরা ছোঁয়ার বাইরে। আবার অনেক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হলেও
আইনের ফাক ফোকরে বেরিয়ে এসে তারা আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ইতিপূর্বে
টঙ্গী এলাকার মিরাশপাড়া, টঙ্গী বাজার, মধুমিতা, আরিচপুর, বউবাজার, হাজীর মাজার বস্তি, টঙ্গী নতুন
বাজার, ব্যাংকের মাঠ বস্তি, মেঘনা রোড এলাকার প্রায় ১০ থেকে ২০ জন মাদক ব্যবসায়ী ও মাদক
সেবীদের টঙ্গী মডেল থানা পুলিশের সহযোগিতায় আটক করে জেল হাজতে পাঠানো
হয়েছে। টঙ্গী বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে ইতিমধ্যে মানব বন্ধন ও
প্রতিবাদ সভা করেছে স্থানিও নেতারা। এ ব্যাপারে টংগী মেডেল থানার ওসি বলে মাদক
ব্যবসায়ীরা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান
চলতে থাকবে বলে তিনি আরও বলো জারা এই মাদক চোরাচালান এ জরিতো থাকবে তাদের কেও
অইনের আহতায় আনা হবে এর। আগে rab 2 তিনটি টিম ব্যাংকের মাঠে আবজান প্ররিচানা করে ৪৭০বতল ফেনছিডিল ও৯০০গ্রাম গাজা সহ দুই জন কে আটক করে RAB2