মাদক চোরাচালান রোধে যৌথ অভিযান সীমান্তে

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

বুধবার বিকেলে বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি সীমান্তে বিজিবির সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে মাদকের চোরাচালান রোধে যৌথ অভিযান পরিচালনা করব।

তিনি বলেন, ‘মিয়ানমার বর্ডারে আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমাদের সমস্যা আছে। সেখানে আমরা একটি রিজিয়ন করতে যাচ্ছি। সরকারের কাছ থেকে আমরা সমর্থন পেয়েছি। এটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তবে নতুন এই রিজিয়ন ছোট পরিসরে কাজ করছে। ওই এলাকায় যেকোনো প্রকার অনুপ্রবেশ, সন্ত্রাসী কার্যক্রম, সশস্ত্র দল চিহ্নিতকরণ, মাদক নিয়ন্ত্রণে আমি রিজিয়ন কমান্ডারকে কয়েকটি ভিশন দিয়েছি।’

‘ওই এলাকায় যারা আসা-যাওয়া করবে তাদের একটি ডাটাবেজ করতে হবে। তাদের চলাফেরার গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। এরপরই এটির কাউন্টার করার ব্যবস্থা করব। তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। এছাড়া মাদকের ব্যাপারে আমাদের ওই রিজিয়ন খুব যত্নবান করতে হবে। মাদকের বিরুদ্ধে ফাইট করার সক্ষমতা বর্ডার ফোর্সের নেই। কিন্তু এর বিরুদ্ধে আমরা যৌথভাবে ফাইট করতে পারি।’

আবুল হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সীমান্তে রয়েছে সেটি সে দেশের বিজিপি, পুলিশ ও সেনাবাহিনী ট্রহল দেয়। মূল সীমান্তের মধ্যে প্রায় দেড়শ কিলোমিটার আর্মি আর ১০০ কিলোমিটার বিজিবি টহল দেয়। সে দেশের আর্মির সঙ্গে আমাদের সংযোগটা নেই। কিছুদিন আগে মিয়ানমারের সিকিউরিটি অ্যাডভাইজার এসেছিলেন। একটি কনফারেন্সে আমি উনার সঙ্গে আলাপ করেছি। আমি বলেছি, আপনার বিজিপির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। উনারা এখন কোথায় কী হচ্ছে তা আমাদের জানায়। আমি বলেছি, আমাদের সরকারের পলিসি হলো যে এখানে কাউকে স্থান দেব না। সন্ত্রাসীদের তো নয়ই। কারণ সাধারণ মানুষের জায়গা দিতে পারছি না, সন্ত্রাসীদের কী দেব।’

মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার সড়ক করার পরিকল্পনা করলে সহজে পেট্রোলিং করা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানো আমাদের ৮১ কিলোমিটার জায়গা বাকি আছে যেখানে ডিউটি বাসাতে পারিনি। সেখানে আমাদের বর্ডার ফোর্স নেই। সেগুলোকে আস্তে আস্তে পূরণ করতে হবে।’

মাদকের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এর গডফাদারদের চিহ্নিত করে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান তিনি। এজন্য সাংবাদিক, লোকাল প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়া হবে। সবাইকে যৌথভাবে ফাইট করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আবুল হোসেন বলেন, মাদক কে ক্যারি করে? কে নিয়ে আসে? কোথায় যায়? সোর্স কোনটা? গডফদার কে? এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এটা করতে সাংবাদিকদের সহযোগিতা লাগবে। আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন। আমাদের গণ্ডি লিমিটেড। আপনাদের গণ্ডি অনেক বড়। সোর্স কোথায়? কে এগুলো করে? কে গডফাদার? এগুলো যদি বলতে পারেন তাহলে আমার সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখতে পারব। যৌথবাহিনী করে আমরা এসব বন্ধ করতে পারব। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে যদি এক হয়ে কাজ করি তাহলে সেটি অবশ্যই বন্ধ হবে।

সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত্যা কিছুটা কমেছে। তবে এটিকে আমি সাসটেইনেবল বলি না। যে কোনো সময় এটা আবার বেড়ে যেতে পারে। তবে আমরা এটি বন্ধ বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’

‘সীমান্তে আমাদের গরুর করিডোর আছে। এসব করিডোর কিছু বন্ধ রয়েছে। কিছু চালু আছে। বন্ধ করার কারণ হলো সেখানে মারামারি হয়। প্রায় বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়। তবে যেখানে ভালভাবে চলে সেখানে বন্ধ করি না। তবে আমি আসার পরে করিডোরগুলো খুলে দিয়েছি। গরু আসুক। আমার গরু আনায় কোনো সমস্যা নেই। আর ভারতের গরু আমাদের কাছেই এক্সপোর্ট করতে হবে। কারণ তাদের ওখানে অনেক সমস্যা আছে। তারা এগুলো দিয়ে কী করবে? জবাই দিতে পারে না। ঘাস খাওয়ানো সমস্যা। তাই গরু আসবে। তাই করিডোর খুলে দিলাম। ব্যবসায়ীদের বলেছি, আপনারা রাখালদের পাঠান। তারা জিরোলাইন দিয়ে গিয়ে গরু আনছে। এ কাজে আমার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেছি। রাখালদের রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পৃক্ত করেছি। পাশাপাশি তাদের একটি ওয়ার্নিং দিয়েছি, যদি করিডোরে গণ্ডগোল হয়, কোনো রাখাল যদি মারা যায় আমরা কিন্তু করিডোর বন্ধ করতে বাধ্য হব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাফ নদীতে ১৫ দিন নৌকা চলাচল বন্ধ রাখা হবে। এটি হবে পরীক্ষামূলক। এতে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে।