নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের পুলিশ সুপারসহ (এসপি) চার কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
সরকারি গাছ চুরির মামলায় মাদারীপুরের রাজৈর উপজেলার আড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসসহ অন্য আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা না নেওয়ায় এসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুই সহকারী উপ-পরিদর্শক।
এই চার পুলিশের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম, কাজী রিয়াজুর রহমান খান ও ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান।
পরে সিদ্দিকুর রহমান খান জানান, আদালত চেয়ারম্যান বিধান বিশ্বাসসহ সরকারি গাছ চুরির অভিযোগে রাজৈর থানায় করা তিন মামলার অন্য আসামিদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো জানান, ২০১১ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে করা এক মামলাতেও বিধান বিশ্বাসকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিদের যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।