মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কমলাপুর গ্রামের লালন সরদারের ছেলে সাইফুল সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তার খোঁজ করে দুপুরে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে।
শিশুটির নানা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।