জেলা ডেস্কঃ মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। শনিবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।
জামিনে মুক্তি পাওয়া তিন পরীক্ষার্থী হলো- মাদারীপুর পৌরসভার সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী (১৮), সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে নুর আলম সরদার (১৮) ও একই উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদার (১৮)। রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ এবং তানভীর মাদারীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, গত ১৮ ও ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ঢুকে মাদারীপুরে বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা ও ভাংচুর করে নাশকতাকারীরা। এ সময় লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে আগুন ও মোস্তফাপুরের ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে দুর্বৃত্তরা। বাঁধা দিতে গেলে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশসহ আহত হয় শতাধিক। সরকারি কাজে বাঁধা প্রদান ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একাধিক মামলা দায়ের করেন। এই মামলায় ১৮ ও ১৯ জুলাই গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয় আলম সরদার (১৮), তানভীর কাজী (১৮) ও নজরুল ইসলাম শিকদার (১৮) নামে তিন এইচএসসি পরীক্ষার্থীকে।
শনিবার সকালে আদালতে জামিন আবেদন করা হলে শুনানী শেষে বেলা ১১টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ইএও) আল মামুন জানান, মানবিক দিক বিবেচনা করে ওই তিন এইচএসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। তবে মামলার তারিখে নিয়মিত বিজ্ঞ আদালতে তাদের হাজির হতে হবে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান জানান, পুলিশের উদ্যোগে তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন পেতে সহযোগিতা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছিল।