মাদ্রসাছাত্রীকে নির্যাতন দায়ে শিক্ষকের ছয় মাসের কারাদণ্ড

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার এক শিশু ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের মামলায় মঈন উদ্দিন (৪২) নামে এক মাদরাসার শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মঈন উদ্দিন জেলা শহরের কলেজ পাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার সরাইল উপজেলার আখিঁতারা গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কলেজ পাড়ার ওই মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আবদুল মালেক হাজারীর ৯ বছর বয়সী ছেলে মো. ইব্রাহিম পড়াশুনা করতো। শিক্ষক মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় শিশু ইব্রাহিমকে অমানবিক শারীরিক নির্যাতন করেন এবং অবস্থা বেগতিক দেখে নিজেই তাকে চিকিৎসা করান। খবর পেয়ে ইব্রাহিমের অভিভাবকেরা এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২৯ আগস্ট শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় শিক্ষক মঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. নাছির মিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার।