মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে (এসএসসি সমমান) পাসের হার ৭৬ দশমিক ২০

সচিবালয় প্রতিবেদক : মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে (এসএসসি সমমান) পাসের হার ৭৬ দশমিক ২০।

গতবার পাসের হার ছিল ৮৮ দশমিক ২২। এবছর পাসের হার কমেছে ১২ দশমিক শূন্য ২ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছর দাখিল পরীক্ষার্থীদের মধ্যে মোট ৫ হাজার ৮৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল। তবে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৬১০ জন।

এ বছর দাখিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। গত বছর ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল ৭ হাজার ৮ জন।

এ বছর পাস করেছে মোট ১ লাখ ৯৩ হাজার ৫১ জন পরীক্ষার্থী। গত বছর পাস করেছিল ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। গত বছরের চেয়ে এ বছর ২৪ হাজার ২৬৩ জনশিক্ষার্থীর কম পাস করেছে।