
মাহবুব আলম তুষার, মানিকগঞ্জ সদর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি তারাসিমা এ্যাপারেলস্ লিঃ এর প্রোডাকশন ড্যাবলপার মোঃ সেলিম রেজা(৪৫), পিতা মৃত, আদিল উদ্দিন বাহাদুর মালবাহী ট্রাকে(ঢাকা মেট্রো ট ১৪-৫০৪৫) র চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী মোঃ সাইফুল ইসলাম জানান, “আজ সন্ধ্যা ৭টা বাজে অফিস ছুটির পর নিজ মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডের উপর মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ পাঁচ বৎসর যাবৎ তারাসীমা এ্যাপারেলস্ লিমিটেড এ কর্মরত ছিলেন।”
তার মেয়ের জামাই মোঃ জাহাঙ্গীর আলম জানান,” গ্রামের বাড়ি খুলনা থেকে প্রায় দশ বছর পূর্বে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের রামকান্ত পুর এলাকায় বসবাস করে আসছেন। তিনি মৃত্যু পরবর্তী, তার এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।”
পত্যক্ষদর্শীরা জানান , “তারাসীমা এ্যাপারেলস্ লিমিটেড, সন্ধ্যা ৭-টায় ছুটির পর অফিস থেকে বাসায় ফেরার সময় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড ব্রিজের ওপর মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু বরণ করে। “
হাইওয়ে থানার এস আই আলমগীর জানান, মৃত সেলিম রেজা(৪৫)কে আহত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মৃদু বরণ করে এবং দুর্ঘটনার পর মালবাহী ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক জনাব বদরুল আলম জানান, “সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ সেলিম রেজা(৪৫)-কে নিয়ে হসপিটালে পৌছানোর পথেই মারা যায় সে।” ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।