
মোঃ বজলুর রহমান: “আমি কোথায় গেলে পাব তারে ? কার কাছে গেলে ? ” এমনি ভক্তদের মধ্যে আশিকান কে খুঁজতে ও আধ্যাত্মিক জগতে ঢুকতে সকলে একত্রিত হয় ৷ এমনই এক ভক্ত ,প্রতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার ,শাহ্ সুফি হযরত মুহাম্মদ জয়নুদ্দিন পাগল রহমতুল্লাহি আলাইহি এর নামে, কাঙ্গালি- ভোজ ও ভক্তদের মিলন মেলা এবং গান উৎসবের আয়োজন করে থাকেন ৷তিনি হলেন গর্বিত পিতা মোঃ কাজিম উদ্দিন এর ছেলে মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের পাড়মত্ত (রাজিবপুর )গ্রামের কৃতিসন্তান মোঃ সাইফুল ইসলাম ৷ তিনি পেশায় একজন মোবাইল কোম্পানির ডিলার ৷
তার থেকে জিজ্ঞাসা করে জানা যায়, তিনি বলেন, “আমি শাহ সুফি হযরত মুহাম্মদ জৈনুদ্দিন পাগল রহমতুল্লাহির একজন ভক্ত ৷ আমি প্রতি বছর এই দিনে, আমার নিজ বাসভবনে এ আয়োজন করে থাকি ৷ আমি মেহনতী ও পরিশ্রমী লোকদের বেশি ভালোবাসি এবং গ্রামের সকল শ্রেণীর লোকের জন্য একই ধরনের খাবারের আয়োজন করে থাকি ৷ যেটা আমার কাছে খুব ভালো লাগে এটা দেখে যে, সকলে একত্রে আনন্দের সাথে খাওয়া দাওয়া করছে ৷ তারপর আমি আধ্যাত্মিক জগতের গানের আয়োজন করে থাকি ৷ আমি এরই মাঝে ভক্ত মহব্বত খুঁজতে থাকি, খুঁজতে থাকি ওই আল্লাহ কে, যিনি আমাকে সৃষ্টি করেছেন ৷ তাঁর মহিমা বোঝার চেষ্টা করতে থাকি, তাঁর অসীম কুদরত সম্পর্কে আলোচনা শুনতে থাকি ৷ “
কয়েকজন ভক্তদের থেকে প্রশ্ন করে জানা যায় যে ,তারা প্রতিবছরই এ অনুষ্ঠানে যোগদান করে থাকে ৷ তাদের কারো বাড়ি মানিকগঞ্জ ওপার প্রান্তে ,কারো দূর-দূরান্তে ৷ এই অনুষ্ঠানে যোগদান করে থাকে গ্রামের সকল শ্রেণীর সকল পেশার লোকজন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ৷