জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধীঃ চলমান করোনা ভাইরাস (Covid-19)-এ যখন বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা স্থবির হয়ে আছে। সেই সাথে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে উন্নত দেশগুলো অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছে, লকডাউন দিয়েও যখন এ মহামারী ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
আজ সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন গোলড়া হাইওয়ে থানার সামনে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যথাযথ কারণ ছাড়া কাউকেই এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতে বা চলচলে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। এ সময় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন গোলড়া হাইওয়ে থানার চেকপোস্ট হতে নয়াডিঙ্গি বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানজট পড়ে যায়। যানজটের এই করুণ অবস্থা দেখে মনেই হবে না দেশে লকডাউন চলছে।
আজ থেকে লকডাউন কার্যকরে এ অভিযানে আগামী ঈদ পরবর্তী সময় পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে বলে জানায় পুলিশের এক উর্ধতন কর্মকর্তা। এ সময় সকলকে বাসায় নিরাপদে থেকে সামাজিক দূরত্ব রেখে চলাচল এবং জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন পুলিশের ওই উর্দ্ধতন কর্মকর্তা।