মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো, শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসুর ছেলে সাব্বির (৮) ও ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের শহীদুলের ছেলে চূড়ান্ত (৬)।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, নিহালপুরে সাব্বির গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে, বৈকণ্ঠপুরের চূড়ান্তকেও গতকাল সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, নিখোঁজের ঘটনায় কোনো পরিবারই সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেনি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।