মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় আকতার ফার্নিচার কারখানায় আগুন লেগে মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক শাহাদাত হোসেন জানান, সকাল ১০টার দিকে কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঢাকা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।