মানিকগঞ্জে র‍্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে ০৩ জন গ্রেফতার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ সিপিসি-৩, র‍্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জ বাজার টিন পট্রি এলাকা হতে ৪.৫০ গ্রাম হেরোইন সহ ০৩ জন সক্রিয় মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি,ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ইংরেজি ৩১/১২/২০২২ তারিখ রাত অনুমান ০৯:৩০ ঘটিকার সময় সিপিসি-৩, র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মানিকগঞ্জ বাজার টিন পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়-
মোঃ তারেক মিয়া (৩৯),পিতা-মোঃ তারা মিয়া, গ্রাম-পূর্ব দাসুরা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, সেতু তালুকদার (৩৩), পিতা-মৃত আব্দুল খালেক, গ্রাম-মানিকগঞ্জ বাজার টিন পট্টি, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, অপু সরকার (৩০), পিতা-অমূল্য সরকার, গ্রাম- কৈতরা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ।
এ সময় ধৃত আসামীদের নিকট হতে নিম্নোক্ত আলামতসমূহ উদ্ধার করা হয়- ৪.৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২৩৫০/- টাকা, ০৫টি মোবাইল ফোন।
লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সক্রিয় মাদক ব্যবসায়ী। তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রয় করে আসছিলো। এই তথ্য পাওয়ার পর সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপরে বর্ণিত ঘটনাস্থল হতে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।