
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মানিকগঞ্জে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের দুদিনব্যাপী মিলন মেলা। মিলনমেলায় আছে আলোচনা সভাসহ নানা পর্বের অনুষ্ঠানমালা। এরই মধ্যে উদ্বোধন হয়েছে মেলার কার্যক্রম। সকাল সোয়া ১১টায় মিলন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত মিলন মেলায় অংশ নিচ্ছেন ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যেরা। এ উপলক্ষ্যে সকাল থেকেই ছিল বাড়তি নিরাপত্তা।
ঢাকা পশ্চিমা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য বেনজীর আহমেদ জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিলন মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় বীর মুক্তিযোদ্ধারা মিলিত হয়েছেন। তাঁরা এ আয়োজনে উচ্ছ্বসিত।
কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, ‘মিলন মেলা সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি কাজ করছে।’