মানিকগঞ্জে সাবেক গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জে ফইজুল নামে সাবেক গ্রাম পুলিশের এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (০১ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলার শানজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফইজুল একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, ১৬ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ওই গ্রাম পুলিশের বিরোধ দীর্ঘ দিনের। দুপুরে ওই জমি দখল করতে আসেন একই গ্রামের আবু তালেব, রুহুল, মাসুম বক্করসহ সাতজন। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাবেক ওই গ্রাম পুলিশের মৃত্যু হয়।

শিবালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর এ আলম জানান, দীর্ঘদিন ধরে ১৬ শতাংশ জমি নিয়ে ফইজুলের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ছিল। গত আট বছর ধরে এ বিষয়ে একটি মামলার শুনানি চলছে আদালতে।

এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থাসহ আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।