
মোঃ মিজানুর রশিদ, শিবালয় প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে জেলার শেষ ইউ,পি অনুযায়ী আগামী ৩১-শে জানুয়ারি ২০২২-ইং ভোট গ্রহণের লক্ষ্যে শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের বাছাইকৃত প্রর্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শিবালয় উপজেলার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ স্বাভাবিক ভাবেই একে একে সকলের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়।
শিবালয় উপজেলার নির্বাচন কমিশনার অফিসার মোঃ মাহবুব হোসেন জানান, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরুপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আগামী ৩১-শে জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্যান্ত সুষ্ঠু ভাবে প্রতীক প্রদান করা হচ্ছে। কোন প্রতীকের জন্য একাধিক প্রার্থীও আবেদন করেছে। সেক্ষেত্রে লটারি পদ্ধতির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনি আরও জানান, প্রতীক বরাদ্দ নিয়ে কোনো প্রকার স্বজন প্রীতি ও দুর্নীতির সুযোগ নেই।