
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃ ‘সুখী কৃষক সুখী দেশ, কৃষক লীগের বাংলাদেশ ‘ কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগে ১৯৭২ সালের ১৯-শে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ গঠন করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষক লীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখা কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষক লীগের বর্ধিত সভার আয়োজন করে।
মানিকগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব জনাব মোঃ মনির হোসেন শিমুল এর সঞ্চালনায় আবু বাশার বিপুল সিকদার(আহ্বায়ক, সদর উপজেলা কৃষক লীগ) এর সভাপতিত্বে ১৮-ই সেপ্টেম্বর রোজ শনিবার বেলা তিনটা বাজে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ বিপ্লব হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব জনাব বুলবুল আহ্ মেদ ও বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি জনাব মোঃ বিপ্লব হোসেন সেলিম বাংলাদেশ কৃষক লীগ মানিকগঞ্জ জেলা শাখার বর্তমান নেতৃত্বের ভুয়সী প্রশংসা করে বলেন, ঝিমিয়ে পড়া কৃষক লীগকে বর্তমান নেতৃত্ব চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মানিকগঞ্জ সদর উপজেলা কৃষক লীগ আমার সাথে যোগাযোগ করে নতুন নেতৃত্বের হাতে কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি সুসংগঠিত কৃষক লীগ গড়ার লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগকে শক্তিশালী করতে সর্বাত্ত্বক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ সমাপ্ত হোসেন।
সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব জনাব মোঃ মনির হোসেন শিমুল এর প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এ টি ও জনাব মোঃ আবু হানিফ, ডায়াবেটিস কল্যান সমিতির অন্যতম সদস্য জনাব মোঃ আবু বকর সিদ্দিক(বক্কর), রতন, সদর উপজেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব নবীন হোসেন, নাজমুল হোসেন, মানিকগঞ্জ জেলা পৌর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অভিজিৎ সরকার, কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ চাঁনমিয়া, বাংলাদেশ যুবলীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদ, এবং বাংলাদেশ ছাত্রলীগ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ পারভেজ।
সভা চলাকালে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হামিদ, জবেদ আলী ভুলো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ পৌর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তুষার কর্মকার তেজেন সহ আরও অনেকে।