মামলায় সাত পরিবহন শ্রমিকের এক দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার এক মামলায় সাত পরিবহন শ্রমিকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন।

বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ধর্মঘট পালনকালে মহাসড়কে যান চলাচলে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

সাত শ্রমিক হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, মো. সোহেল, ফজলে রাব্বী, আলামিন ও এনামুল হক।

মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান গত ২ মার্চ আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার সুষ্ঠু তদন্ত, এজাহার নামীয় পলাতক আসামিসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেপ্তার ও মূল হোতাদের চিহ্নিত করতে সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জোহা ও আয়েশা খাতুন আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই অভিযোগে দায়ের করা আরেক মামলায় গতকাল শনিবার এক দিনের রিমান্ড শেষে এই সাত পরিবহন শ্রমিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে শালজানা গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় বাস দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, মিশুক মনিরসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো তিনজন।

গত ২৩ ফেব্রুয়ারি ওই ঘটনায় দায়ের করা মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স বাসচালক জামির হোসেনকে মানিকগঞ্জের আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা ধর্মঘট পালনের সময় শ্রমিক-পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় দারুস সালাম থানার উপপরিদর্শক মো. জোবায়ের এই মামলাটি দায়ের করেন।