মার্কিন নৌবাহিনীর সমালোচনাকারী ক্যাপ্টেনকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রণতরীতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরায় পড়ায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে চিঠি লিখে সেটি সংবাদমাধ্যমে ফাঁস করায় তাকে এ শাস্তি দেওয়া হয়। শুক্রবার (০৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি থমাস মডলি ক্যাপ্টেন ক্রোজিয়ারের দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন। পাঁচ হাজার ক্রু বিশিষ্ট পরমাণুশক্তি চালিত রণতরীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ওই চিঠি ব্যাপকভাবে প্রচার করে ক্রোজিয়ার নিম্ন বিচারবুদ্ধির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন মডলি।
চিঠি ফাঁস করার দু’দিনের মাথায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোতে এমনকি মার্কিন সামরিক বাহিনী, যারা সব বিপদ ও জটিল অভিযানে অভ্যস্ত, তাদের শিষ্টাচারেও ভাঙন ধরিয়েছে করোনা ভাইরাস।
ওই চিঠির মাধ্যমে ক্যাপ্টেন ক্রোজিয়ার গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন মডলি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, আমি এরকম কোনো ইঙ্গিতও দিচ্ছি না যে তিনি (ক্রোজিয়ার) তথ্য ফাঁস করেছেন। তবে তিনি ওই চিঠি ব্যাপকভাবে প্রচার করেছেন এবং সেটি যেন ফাঁস না হয় সে সুরক্ষা নিশ্চিত করেননি; এটিও তার দায়িত্বের অংশ ছিল। তার এ কাজ অপ্রয়োজনীয় উদ্বেগের জন্ম দিয়েছে।’
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে নোঙর করে রাখা ওই রণতরীর ১১৪ ক্রুর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে বলে জানান ওই অঞ্চলের শীর্ষ নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন মেনোনি।
রণতরী থেকে ইতোমধ্যে নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। ওই দ্বীপের হোটেলে দু’ সপ্তাহের জন্য তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।
নৌবাহিনী জানায়, ২ হাজার ৭শ’ ক্রুকে কোয়ারেন্টিনে রাখার জন্য রণতরী থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু মেনোনি বলেন, ‘প্রয়োজন হলে আগামীকালই সমুদ্রে যেতে পারবে সেটি।’
ক্রোজিয়ারকে পদাবনতি দেওয়ার সমালোচনা করে ডেমোক্র্যাট সিনেটর এবং সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, দেশপ্রেমিক ক্রোজিয়ার তার ক্রুদের জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেটাই করছিলেন। বিশেষ করে যখন এত প্রাণ ঝুঁকিতে, তখন কেন একজনকে শাস্তি দেওয়া হবে?’
নাবিকদের প্রাণ বাঁচাতে চেষ্টা করায় ক্রোজিয়ারকে শাস্তি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এতে একমত নই। একদমই না।’
ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, ‘করোনা ভাইরাষের প্রাদুর্ভাব থেকে ক্রুদের রক্ষায় চেস্তারত যুদ্ধজাহাজের কমান্ডারকে শাস্তি দিয়ে নিম্ন বিচারবুদ্ধির পরিচয় দিয়েছে ট্রাম্প প্রশাসন।’
করোনা ভাইরাস সংকট বা সংঘর্ষ মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সে জন্য তথ্য লুকানোর অভিযোগ উঠেছে প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। ক্রোজিয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়ায় মার্কিন নৌবাহিনীর অন্য যে কর্মকর্তারা করোনা ভাইরাস সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলেন, তারাও দমে যাবেন।
বিতর্ক তৈরি করা চিঠিতে ক্রোজিয়ার বলেছিলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে নেই। নাবিকদের মৃত্যুর প্রয়োজন নেই। পরমাণুশক্তি চালিত মার্কিন বিমানবাহী রণতরী থেকে বেশিরভাগ কর্মকর্তাকে সরিয়ে নিয়ে তাদের দু’ সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা অসামান্য একটি সিদ্ধান্ত হলেও এ ঝুঁকি নেওয়া এখন প্রয়োজন। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। এখনই পদক্ষেপ না নেওয়া হলে, আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্পদ এই নাবিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে নৌবাহিনী।’