মার্চে শুরু হবে কালনা সেতুর কাজ

নিজস্ব প্রতিবেদক : আগামী মার্চে কালনা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর সেতু ভবনে মধুমতি নদীর ওপর কালনা সেতুসহ দেশের অন্যান্য মহাসড়কে ১৭টি সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের চুক্তি সই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু দৃ্শ্যমান করতে হলে পদ্মা সেতুর পাশাপাশি কালনা সেতুও নির্মাণ করতে হবে। ৪ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কসহ প্রায় ৭০০ মিটার দীর্ঘ চার লেনের কালনা সেতু নির্মাণে ব্যয় হবে ৬৭২ কোটি টাকা। আগামী চার মাসের মধ্যে কালনা সেতুর নকশাসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে।

তিনি বলেন, ১৭টি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে পাঁচটি সেতু, বারইয়ারহাট-রামগড় সড়কে আটটি ও কক্সবাজার চট্রগ্রাম সড়কে চারটি সেতু নির্মাণ করা হবে।

সেতু ভবনে ১৭টি সেতু ও সাতটি কালভাটসহ একটি টোলপ্লাজা এবং দুইটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগের বিষয়ে চুক্তি সই হয়। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান অরিয়েন্টাল ও প্যাডকোর সঙ্গে এ চুক্তি হয়।

২৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর ডিটেইলড ডিজাইন অ্যান্ড সুপারভিশন অব ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট’ শীষর্ক এ প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে ১ হাজার ৯০০ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে জাপান সরকার।