কুড়িগ্রাম প্রতিনিধি :স্মার্ট কার্ড হাতে পেয়েছেন কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা।
সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বিলুপ্ত ছিটের বাসিন্দাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছার পর স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন।
১৯৭৪-এ ইন্দিরা-মুজিব চুক্তি ও ২০১১ সালে শেখ হাসিনা-মনমোহন সিংহের প্রটোকল স্বাক্ষর পরবর্তী সময়ে ভারতের লোকসভায় চূড়ান্ত অনুমোদনে মুক্তির স্বপ্ন দেখে দুদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের প্রায় ৫১ হাজার মানুষ। এরপর ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বিলুপ্ত ঘটে ছিটমহল নামটি। এরপর থেকে ছিটমহলের উন্নয়নে নানা কর্মকাণ্ড চললেও জাতীয় পরিচয় ছিল না তাদের।
দাসিয়ারছড়ার বাসিন্দারা এখন স্মার্ট কার্ড হাতে পাওয়ার মধ্য দিয়ে ভোটার হওয়াসহ নাগরিকত্বের পূর্ণতা সম্পন্ন হলো তাদের। কালিরহাট বিদ্যালয় ক্যাম্পে স্মার্ট কার্ড হাতে পাওয়া আলতাফ হোসেন বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আজ পরিচয়হীনতার অবসান হলো।’
আজ এখানে ৯৮৫ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত বিলুপ্ত অন্যান্য ছিটমহলের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।